রবিবার, ১০ মার্চ ২০১৯

ভাঙ্গায় এ্যালকোহল পানে তরুণীর মৃত্যু, মামলায় আটক-১, পলাতক-৩

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় এ্যালকোহল পানে তরুণীর মৃত্যু, মামলায় আটক-১, পলাতক-৩
রবিবার, ১০ মার্চ ২০১৯



ভাঙ্গায় এ্যালকোহল পানে তরুণীর মৃত্যু, মামলায় আটক-১, পলাতক-৩

সাইফুল ইসলাম শাকিল, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- অতিরিক্ত এ্যালকোহল পান করানোর জন্য ফরিদপুরের ভাঙ্গায় পৌরসদরের হাজরাহাটি গ্রামের মৃত লাবলু খয়রাতীর মেয়ে দোলনের (১৬) মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভাঙ্গা থানায় মৃতের মামা মোঃ ওমর খয়রাতী বাদী হয়ে ৪ জনকে আসামী করে বাংলাদেশ দঃবিঃ ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানাগেছে, পাশাপাশি বাড়ীতে বসবাসরত মামলার ০৩ নং আসামী দোলনের বান্ধবী কণা তার বাড়ীতে দোলনকে ডেকে নিয়ে কোমল পানীয় মোজোর বোতল হাতে দিয়ে পান করতে বলে ও নিজে পান করে। এসময় ঐ বাড়ীতে মামলার ০১ নং আসামী মহাসড়কের নির্মাণ ও প্রসস্থ করণের কাজে নিয়োজিত “চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি”র প্লান্ট লেবার কাইয়ুম মাল (২৮), মামলার ০২ নং আসামী পার্শ্ববর্তী চা-পানের দোকানদার রহিম খয়রাতি (২৩) এবং মামলার ০৪ নং আসামী রাকিবুল (২৩) উপস্থিত ছিল। বাড়ীতে অবস্থানের কিছু সময় পরে স্থানীয় হাজরাহাটি মেলায় ঘুরতে গেলে শারীরিক অসুস্থতা বোধের ফলে দোলনকে তার বাড়ীতে রেখে যায় মামলার আসামীরা। এবিষয়ে জানতে চাইলে দোলনের সৎ মা বলেন, রাতভর বমি ও মঙ্গলবার বিকাল পর্যন্ত অসুস্থ্য থাকায় মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতী হওয়ায় বুধবার সকালে দোলনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দোলনকে মাত্রাতিরিক্ত এ্যালকোহল পানে মৃত্যু হয়েছে বলে ঘোষণা দেন ও দোলনের মৃত্যু সনদপত্র প্রদান করেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান বলেন, এবিষয়ে মামলার আসামী কণাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে। উল্লেখ্য, মামলার ০২ নং আসামীর বিরুদ্ধে গত ইং ২০১৮ সালের ১৩ মে ভাঙ্গা থানায় বাংলাদেশ দঃবিঃ ৩৪১/৩২৩/৫০৬ পেনাল কোড-১৮৬০ ধারায় মামলা রুজু করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৪:১৪   ৬৬৮ বার পঠিত   #  #  #