রবিবার, ১০ মার্চ ২০১৯
তিমির সাথে জাহাজের ধাক্কা লেগে ৮০ জন যাত্রী আহত
Home Page » এক্সক্লুসিভ » তিমির সাথে জাহাজের ধাক্কা লেগে ৮০ জন যাত্রী আহতবঙ্গ-নিউজঃ জাপানে সাগরে একটি জাহাজ তিমির সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৮০ জন যাত্রী আহত হয়েছেন। নীগাটা বন্দর থেকে দ্রুত গতি সম্পন্ন হাইড্রোফয়েল জাহাজটি শনিবার স্যাদো আইল্যান্ডে ফিরছিল।
এই গিংগা জাহাজ সার্ভিসটি পরিচালনা করে স্যাদো স্টিম শিপ কোম্পানি। তারা জানিয়েছে, ঘটনাটির পর নিজে থেকেই জাহাজটি তার গন্তব্যে পৌঁছতে সক্ষম হয়, যদিও নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরি হয়েছে।
দুর্ঘটনায় আহতের হাসপাতালে নেয়া হয়েছে। কোস্ট গার্ড বলছে, তাদের মধ্যে অন্তত ১৩ জন গুরুতর আঘাত পেয়েছে যদিও তারা জ্ঞান হারাননি।
জাহাজে ২১২ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।
চালক বলেন, সমুদ্রযানটি কোন একটা কিছুকে আঘাত করে, যার ফলে জাহাজের স্টার্নে ১৫ সেন্টিমিটারের ছয় ইঞ্চি একটি ফাটল তৈরি হয়।
জাতীয় গণমাধ্যম এনএইচকে একজন মেরিন এক্সপার্টের বরাত দিয়ে বলে, ক্ষতির পরিমাণ দেখে মনে হচ্ছে জাহাজটির একটি তিমির সাথে ধাক্কা লেগেছিল।
এক বিবৃতিতে, চালক যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থণা করে বলেছেন যে জাহাজটির কোনো একটি সামুদ্রিক জীবের সাথে সংঘর্ষ ঘটেছে।
একজন যাত্রী বলেন, সামনের সিটের সাথে গিয়ে আমার ঠোঁটে আঘাত লাগে। আশেপাশের সব যাত্রীই তখন ব্যথায় কাতরাচ্ছিল।
জাহাজটি জেট ইঞ্জিনের সাহায্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে চলতে পারে। তিমির সাথে সংঘর্ষে জাহাজটির হাইড্রোফয়েল উইংয়ের একটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বছরের এ সময়টিতে জাপান সাগরের এই অঞ্চলে মিঙ্কি এবং হাম্পব্যাক জাতের তিমি ঘনঘন যাতায়াত করে থাকে।
বাংলাদেশ সময়: ১৩:৫৫:২৫ ৬১৫ বার পঠিত #accident #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #launch accidents #news 24 #online news #sea accident #thikadar #water accident #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ