শনিবার, ৯ মার্চ ২০১৯
আসন্ন উপজেলা নির্বাচনে আমার কিছু কথা ও ভাবনা-শামছুজ্জোহা ডন
Home Page » বিবিধ » আসন্ন উপজেলা নির্বাচনে আমার কিছু কথা ও ভাবনা-শামছুজ্জোহা ডনবঙ্গ-নিউজঃআসন্ন ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ ও পরিশ্রমী, দক্ষ সংগঠক এবং মুক্তিযাদ্ধা পরিবারের সন্তান শামীম আহমেদ মুরাদ কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে এলাকার উন্নয়নের অংশীদার আপনিও হোন ।
মনে রাখবেন সব কিছুর ঊর্ধ্বে কিন্তু দলীয় মনেনয়ন ও নৌকা প্রতীক যা কিনা আমাদের গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা মূল্যায়িত করেছেন শামীম ভাইকে সেই জন্য উনাকে বিজয়ী করা আমাদের সকল মুজিব প্রেমীদের নৈতিক দায়িত্ব ।
আসুন এখনো সময় আছে সব বিভেদ ভুলে যাই । সকল দলীয় কোন্দল পরিহার করে ঐক্য হয়ে নৌকায় ভোট দিয়ে জয় চিনিয়ে নিয়ে আসি ।
আমরা যেন কোন চাপ সৃষ্টি কারী গোষ্টি বা যারা প্রভাব বিস্তার করতে চায় বিভিন্ন ভাবে তাদের কে সামগ্রিক ভাবে প্রতিহত করি এবং তাদের কোন আদেশ ও নির্দেশে কর্ণপাত না করি । ভোট প্রদান করা ও সঠিক প্রার্থী নির্বাচন এটি আপনার নৈতিক অধিকার বটে ।
মনে রাখবেন আত্মীয়তা ও পারিবারিক বন্ধন ও ক্ষমতা , পেশি শক্তি এসব কোন মাপকাঠি হতে পারে না স্থানীয় প্রশাসন নির্বাচনে ।
পরিশেষে এটাই বলবো মুরাদ ভাইকে নির্বাচিত করলে আপনারা ঠকবেন না , উন্নয়নের চাকা বরং সচল থাকবে ।
বাংলাদেশ সময়: ২১:৩৬:০৪ ২১৪৬ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ