শনিবার, ৯ মার্চ ২০১৯

আবারও ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত,প্রাথমিকভাবে জানা গেছে পাখির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে

Home Page » এক্সক্লুসিভ » আবারও ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত,প্রাথমিকভাবে জানা গেছে পাখির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে
শনিবার, ৯ মার্চ ২০১৯



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ:  ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটার ঠিক কয়েকদিন পরেই আবারও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে এই ঘটনায় এখনো পাইলট অক্ষত আছেন। এ ঘটনার পর তিনি বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) বিকালে দেশটির রাজস্থান রাজ্যের বিকেনার জেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সামরিক বাহিনীর মুখপাত্র।

জানা গেছে, ভারতীয় বিমানবাহিনীর ওই মিগ ২১ মডেলের বিমানটি নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে উড্ডয়ন করে। পরে তা বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দুর্ঘটনার সময় পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, পাখির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এদিকে জেলার পুলিশ সুপার প্রদীপর মোহন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। এখন পর্যন্ত কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই রাজস্থানে এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৪৯ জন বেশি ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ান নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত।

ভারতীয় হামলার ২৪ ঘণ্টার মাথায় পাকিস্তান তাদের অংশের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। এক পর্যায়ে পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে আটক হন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান।

পরে তাঁকে শান্তির বার্তা হিসেবে ভারতে ফেরত পাঠায় পাকিস্তান। অভিনন্দনকে ভারতে ফেরত পাঠানোর পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার টান টান উত্তেজনা প্রশমিত হয়।

বাংলাদেশ সময়: ৯:১৭:৪১   ৪৮৬ বার পঠিত   #  #  #  #  #  #