শনিবার, ৯ মার্চ ২০১৯
” হে বাঙালিরা, আপনারা মুজিবের উপর বিশ্বাস রাখেন,-ভাসানী
Home Page » আজকের সকল পত্রিকা » ” হে বাঙালিরা, আপনারা মুজিবের উপর বিশ্বাস রাখেন,-ভাসানীবঙ্গ-নিউজঃ ১৯৭১ সালের আজকের এই দিনে ঢাকার ঐতিহাসিক পলটন ময়দানে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হমিদ খান ভাসানী বাঙালির স্বাধীনতা আন্দলনের প্রতি একাত্বতা প্রকাশ করে। মাওলানা ভাসানী তাঁর চিরাচরিত দরাজ কণ্ঠে ঘোষণা দিলেন, ” হে বাঙালিরা, আপনারা মুজিবের উপর বিশ্বাস রাখেন, তাকে খামোকা কেউ অবিশ্বাস করবেন না, কারণ মুজিবকে আমি ভালো ভাবে চিনি ”।
মজলুম জননেতা ভাসানী পাকিস্তানের জল্লাদ প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেন, ”অনেক হয়েছে আর নয়, তিক্ততা বাড়িয়ে লাভ নেই । লা-কুম দ্বিনিকুম অলইয়া দ্বিন’র মতো অথ্যাৎ তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার; পূর্ব বাংলার স্বাধীনতা স্বীকার করে নাও” ।
জনসভায় মাওলানা ভাসানী তুমুল করতালির মধ্যে বলেন, ” মুজিবের নির্দেশ মতো আগামি ২৫ তারিখের মধ্যে কিছু না হলে আমি শেখ মুজিবের সাথে মিলে ১৯৫২ সালের মতো তুমুল আন্দোলন গড়ে তুলবো” । মাওলানা ভাসানী এই বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত স্বাধীনতা সংগ্রামের সাথে পূর্ণ আস্থা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ৭:১০:২৯ ৫৬৯ বার পঠিত