মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯

ওয়েলিংটনে ভালো লড়াই আশা করছেন সাদমান

Home Page » ক্রিকেট » ওয়েলিংটনে ভালো লড়াই আশা করছেন সাদমান
মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। দুই ইনিংসে দলের তিন ব্যাটসম্যান দারুণ সেঞ্চুরি পেয়েছেন। কিন্তু দলের অন্যদের সমর্থন না পাওয়ায় বড় ব্যবধানে হারতে হয়েছে দলকে। তবে ওই ম্যাচ আত্মবিশ্বাস দিয়েছে দলকে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে দারুণ লড়াই করেছে রোডসের শিষ্যরা। বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম মনে করছেন, দ্বিতীয় টেস্টে আরও ধারাবাহিক হবে দল।

আগামী ৮ মার্চ থেকে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শুরু হবে। হ্যামিল্টনের চেয়ে ওয়েলিংটনে খেলা কঠিন হবে বাংলাদেশের জন্য। প্রথম টেস্টের নিখাঁদ ব্যাটিং উইকেটে ভালো করতে পারেনি দল। ওয়েলিংটনে ভালো করতে হলে বাতাসে কিউই বোলারদের সুইং সামলাতে হবে। কাজটা এশিয়ার ব্যাটসম্যানদের জন্য মোটেও সহজ নয়। তবে দলের পরিকল্পনা মাঠে দেখাতে পারলে ওখানকার পেস-সুইং সামলানো সম্ভব বলে মনে করেন ক্যারিয়ারে চতুর্থ টেস্ট খেলার অপেক্ষায় থাকা এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

সাদমান বলেন, ‘হ্যামিল্টনে আমরা দ্বিতীয় ইনিংসে ভালো লড়াই করেছি। অবশ্যই দলের সবাই দ্বিতীয় ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। আশা করছি আমাদের ব্যাটসম্যানরা কিউই বোলারদের নিয়ে যে পরিকল্পনা করা হবে তা মাঠে প্রয়োগ করতে পারবে।’

নিউজিল্যান্ডে তামিমদের ভয়ের যায়গা সুইং। ওয়ানডে সিরিজে ইনিংসের শুরুতে কিউই পেসারদের সুইংয়ে সৌম্য, লিটন, তামিমরা আউট হন। তবে টেস্টে তামিম, সৌম্য ও মাহমুদুল্লাহর সেঞ্চুরি আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের। ওয়ানডে সিরিজে কিউই কন্ডিশনে মানিয়ে নিতে না পারার যে সমস্যা ছিল সেটা এখন আর নেই। দলের হয়ে দুই ইনিংসে তামিমের সঙ্গে দারুণ শুরু করেন সাদমান। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ওয়েলিংটন তার জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে।

তবে কাজটা প্রথম টেস্টের চেয়ে কঠিন সেটা সাদমান মনে করিয়ে দিলেন, ‘ওয়েলিংটনের উইকেট প্রথম টেস্টের থেকে অনেক আলাদা। তবে মানসিকভাবে আমরা অনেক ভালো অবস্থানে আছি। শেষ পর্যন্ত ভালো লড়াই দিতে পারবো আশা করছি।’

বাংলাদেশ সময়: ১৯:১২:০৯   ৬৭১ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #