মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯
এইডস এর চিকিৎসায় সফল হলেন দ্বিতীয় ব্যক্তি
Home Page » এক্সক্লুসিভ » এইডস এর চিকিৎসায় সফল হলেন দ্বিতীয় ব্যক্তিবঙ্গ-নিউজঃ প্রাণঘাতী হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি (এইচআইভি) ভাইরাসে আক্রান্ত আরও এক ব্যক্তির চিকিৎসায় সফলতা এসেছে। অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে এইডস মু্ক্ত হয়েছেন যুক্তরাজ্যের ওই ব্যক্তি।
নেচার সাময়িকীর এক প্রতিবেদনে চিকিৎসকদের বরাত দিয়ে এতথ্য জানানো হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই ‘লন্ডন রোগী’ এইডস নিয়ে হাসাপতালে ভর্তি হয়েছিলেন ২০০৩ সালে। পরে তার ক্যান্সার ধরা পড়ে।
প্রায় ১৮ মাস ধরে চিকিৎসার পর এই ভাইরাস মু্ক্ত হওয়া রোগীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি লন্ডন রোগী নামেই পরিচিত।
রোগীর ‘উপশম’ হয়েছে তবে তিনি সুস্থ হয়ে গেছেন- এটা এখনও বলার সময় আসেনি বলে গবেষকরা জানিয়েছেন। তবে একদিন পুরোপুরি তারা এ ক্ষেত্রে সফল হবেন বলে আশা করছেন।
লন্ডন রোগীর এইডস চিকিৎসায় যুক্ত ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইমপেরিয়াল কলেজ লন্ডন, ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
এর আগে জার্মানির বার্লিনে টিমোথি ব্রাউন নামের এক মার্কিন নাগরিকের দেহ একই প্রক্রিয়ায় এইডস ভাইরাসমুক্ত করা হয়। ২০০৭ সালে এইডস মুক্ত হওয়া মার্কিন ওই রোগীকে বলা হয় ‘বার্লিন রোগী’।
বাংলাদেশ সময়: ১৯:০২:৫৭ ৫৭৭ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ