রবিবার, ৩ মার্চ ২০১৯

আমাকে আদালতে আনা হয়নি অথচ বলা হয়েছে ঘুমিয়ে ছিলাম, এটা ঠিক না:: খালেদা জিয়া

Home Page » প্রথমপাতা » আমাকে আদালতে আনা হয়নি অথচ বলা হয়েছে ঘুমিয়ে ছিলাম, এটা ঠিক না:: খালেদা জিয়া
রবিবার, ৩ মার্চ ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে প্রবেশ করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমি প্রস্তুত ছিলাম, আমাকে আদালতে আনা হয়নি। অথচ বলা হয়েছে, ঘুমিয়ে ছিলাম। এটা ঠিক না।

রোববার (৩ মার্চ) নাইকো দুর্নীতি মামলায় পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত শেখ হাফিজুর রহমানের আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। আদালতে প্রবেশ করেই খালেদা জিয়া একথা বলেন।

নাইকো মামলায় হাজিরা দিতে ১২টা ৩৪ মিনিটে হুইল চেয়ারে করে আদালতে আনা হয় তাকে। এজলাসে ছিলেন বিচারক শেখ হাফিজুর রহমান।

আদালতের কার্যক্রম শেষ হয় ১টা ৪৮ মিনিটে। এরপর আবারও খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আগামী ১৯শে মার্চ পরবর্তী শুনানি হবে।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় জেল কর্তৃপক্ষ জানিয়েছিল—খালেদা জিয়া ঘুমাচ্ছেন। তিনি ঘুম থেকে উঠতে পারেননি বলে আদালতে হাজির করা হয়নি। তারই প্রেক্ষিতে আজ আদালতে খালেদা জিয়া বলেন, আমি প্রস্তুত ছিলাম, আমাকে আদালতে আনা হয়নি। অথচ বলা হয়েছে, ঘুমিয়ে ছিলাম। এটা ঠিক না।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৩৭   ৪৭১ বার পঠিত   #  #  #  #  #  #