রবিবার, ৩ মার্চ ২০১৯

রাজধানীর ফার্মগেটে হঠাৎ করেই এক প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটে

Home Page » প্রথমপাতা » রাজধানীর ফার্মগেটে হঠাৎ করেই এক প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটে
রবিবার, ৩ মার্চ ২০১৯



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ:  রাজধানীর ফার্মগেটে হঠাৎ করেই এক প্রাইভেটকার এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ারসার্ভিস এসে গাড়ির আগুন নিভাতে সক্ষম হলেও গাড়িট পুড়ে যায়। কি কারণে আগুন লেগেছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

রোববার (৩ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বলেন, ‘ফার্মগেট পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ করে প্রাইভেট কারে আগুন লেগে যায়। এতে কারটির সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ গাড়িটি থানা হেফাজতে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির ফিল্টার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৫৪   ৪৬৩ বার পঠিত   #  #  #  #  #  #