রবিবার, ৩ মার্চ ২০১৯
ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লালু মিয়া (৪৫) নামে একজন নিহত
Home Page » প্রথমপাতা » ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লালু মিয়া (৪৫) নামে একজন নিহত
বঙ্গ-নিউজ: ময়মনসিংহে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লালু মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত লালু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার (২ মার্চ) রাত দেড়টার দিকে ময়মনসিংহ শহরের কালীবাড়ি পুরাতন গুদারাঘাট বালুরচরে কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। গোপন সংবাদে সেখানে অভিযান চালালে পুলিশকে লক্ষ্যে করে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় লালু মিয়া নামের একজনকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী লালু শহরের কৃষ্টপুর এলাকার বাসিন্দা। মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ৯:০৬:৪৬ ৪২০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম