মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯

আজাদ কাশ্মিরে ঢুকে পুলওয়ামা হামলার জবাব হিসেবে বিমান হামলা চালিয়েছে ভারত

Home Page » এক্সক্লুসিভ » আজাদ কাশ্মিরে ঢুকে পুলওয়ামা হামলার জবাব হিসেবে বিমান হামলা চালিয়েছে ভারত
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯



 

স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: পাকিস্তানের আজাদ কাশ্মিরে ঢুকে পুলওয়ামা হামলার জবাব হিসেবে বিমান হামলা চালিয়েছে ভারত।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিমান হামলায় সন্ত্রাসীদের ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। ভারতীয় বিমান অনুপ্রবেশের কথা জানিয়েছে পাকিস্তানের আইএসপিআরও।

পাকিস্তান সেনা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ৩টা নাগাদ আজাদ কাশ্মিরের মুজাফফরাবাদ সীমান্ত দিয়ে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করে ভারতীয় যুদ্ধবিমান। বিষয়টা টের পাওয়ার সাথে সাথেই মিসাইল ছুঁড়ে জবাব দেয়া হয় বলে জানিয়েছেন আইএসপিআর প্রধান মেজর জেনারেল আসিফ গফুর। তবে পুরো ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেছেন।

তবে ভারতের তরফ থেকে বলা হচ্ছে, ১২টি মিরেজ-২০০০ যুদ্ধবিমান থেকে এক হাজার কেজি বোমা ফেলা হয়েছে সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে। এতে, ঘাঁটিটি পুরোপুরি ধ্বংস হয়েছে গেছে বলে দাবি ভারতীয় নিরাপত্তা বাহিনীর।

১৪ ফেব্রুয়ারি, জম্মু-কাশ্মিরের পুলওয়ামা সেক্টরে সন্ত্রাসী হামলায় ৪৪ সিআরপিএফ সদস্য নিহত হবার পর থেকেই দু’দেশের মধ্যেকার উত্তেজনার পারদ চড়েছে।

বাংলাদেশ সময়: ১০:২৩:০১   ৫০৩ বার পঠিত   #  #  #  #  #  #