মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯

জিয়াউল হকের এবারের নতুন বই ইসলামঃ সভ্যতার শেষ ঠিকানা

Home Page » সংবাদ শিরোনাম » জিয়াউল হকের এবারের নতুন বই ইসলামঃ সভ্যতার শেষ ঠিকানা
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯



জিয়াউল হক
বঙ্গ-নিউজঃ জিয়াউল হক কুষ্টিয়ায় ১৯৬০ সালের  ১৪ ই ফেব্রুয়ারি জন্মগ্রহন করেন।তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত পিতার কর্মস্থল করাচীতো কেটেছে তার শৈশব,কৈশোর ও তারুণ্যের দিনগুলো। ১৯৭৪ সালে কুষ্টিয়া জেলার দৌলতপুরের ফিলিপনগরে প্রত্যাবর্তন করেন।
মেন্টাল হেলথ নার্সিং,মেন্টাল হেলথ,সাইকিয়াট্রিক  রিহাবিলিটোেশন এ পড়াশোনা করেছেন।সর্বশেষ ইংল্যান্ডের ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে মেন্টাল মেন্টাল হেলথ,ইএমআই,এবং ডিমেনশিয়া ম্যানেজম্যান্ট কোর্স শেষ করে ইংল্যান্ডের একটি বেসরকারি মেন্টাল হাসপাতালে ডেপুটি ম্যানেজার এবং ক্লিনিক্যাল লিড হিসেবে কর্মরত ছিলেন।
এই পর্যন্ত তার ২২ গ্রন্থ প্রকাশিত হয়েছে।উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে বই খাতা কলম,মানব সম্পদ উন্নয়নে আল কোরআন,বাংলাদেশের শিক্ষানীতি ও শিক্ষা ব্যাবস্থা,ইসলামঃসভ্যতার শেষ ঠিকানা ইত্যাদি।

বাংলাদেশ সময়: ০:২৫:৫৫   ৫৩৭ বার পঠিত