সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯

বিডিআর বিদ্রোহের ৫৭ সেনা কর্মকর্তা নিহতের বিচার প্রক্রিয়া প্রায় শেষ,দোষীদের শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Home Page » জাতীয় » বিডিআর বিদ্রোহের ৫৭ সেনা কর্মকর্তা নিহতের বিচার প্রক্রিয়া প্রায় শেষ,দোষীদের শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ:  ‘বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বিচার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। পর্যায়ক্রমে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি একথা জানান।

পিলখানা বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহে নিহত সেনা সদস্যদের প্রতি প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে সামরিক সচিব শ্রদ্ধা জানান।

এর পর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামরিক সচিব। পরে তিন বাহিনী এবং বিজিবির মহাপরিচালক পুস্পস্তবক অর্পণ করেন।

এর পর এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যগন স্যালুট প্রদান করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা পারে দোয়া করা হয়।

পিলখানা বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ১০ বছর আজ। ২০০৯ সালের এই দিনে শুরু হওয়া ওই বিদ্রোহে ৫৭ জন চৌকস সেনা অফিসারসহ ৭৪ নিরপরাধ ব্যক্তি নিহত হন।

এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলার মধ্যে হত্যা মামলার বিচার হাইকোর্টেও শেষ হয়েছে; এখন চলছে পূর্ণাঙ্গ রায় লেখার কাজ, যা প্রায় শেষ পর্যায়ে।

বাংলাদেশ সময়: ১১:১৪:৫২   ৪৫৫ বার পঠিত   #  #  #  #  #  #