রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯

বংশীকুন্ডায় হাওরকবি’র আগমনে বিশেষ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Home Page » বিবিধ » বংশীকুন্ডায় হাওরকবি’র আগমনে বিশেষ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯



 

স্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা সদরে হাওরকবি’র আগমন উপলক্ষে কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারে আজ রবিবার এক বিশেষ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।মামুন হোসেন’র সভাপতিত্বে ও সুজ্জ্বল আহমেদ’র সঞ্চালনায় শুরু হওয়া অাড্ডায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি  হাওরকবি জীবন কৃষ্ণ সরকার,বংশীকুন্ডা কলেজ’র প্রভাষক আবুখায়ের,বাউল সুধীর রঞ্জন সরকার,শিক্ষক অতুল সরকার।আড্ডায় গান,কবিতা ও কবিতা পরিবেশন করেন মোবাশ্বির আলম,রাজীব সরকার,সুইটি বিশ্বাস,গীতা সরকার,মনিরুপা,আরিফা আক্তার,লিজামনি,আল রাফি,শাহদাৎ হোসেন,ফাজায়েল হোসেন,নাইম মিয়া,তোফায়েল আহমদ,রাবেল মিয়া,কবির মিয়া,সানোয়ার হোসেন,রিদওয়ান হাসান,মানিকনূর, উমর ফারুক,আনোয়ার হোসেন,রাজু আহমেদ প্রমূখ।সভায় হাওরের সাহিত্য চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫০   ৫৩০ বার পঠিত