শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯
মাতৃভাষা ও শহিদ দিবসে হাসুস’র আলোচনা সভা অনুষ্ঠিত
Home Page » বিবিধ » মাতৃভাষা ও শহিদ দিবসে হাসুস’র আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ মহান মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলার মধ্যনগরে কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারে হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। হাসুস’র সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন’র সভাপতিত্বে ও যুগ্ম সাংগঠণিক সম্পাদক সুজ্জ্বল আহমেদ’র সঞ্চালনায় কবিতাপাঠ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন মোঃ রাবেল মিয়া, শাহদাৎ হোসেন, মোবাশ্বির রানা,সানোয়ার আলম,তামিজনূর,ফাজায়েল হোসেন,আলরাফি,রিফাত হোসেন,নাইম আহমেদ,তৌফিক আহমদ,শাহীন আলম,মোঃ আলমনূর,মোঃ আহসান হাবীব,মোঃ আশিকনূর প্রমুখ।এসময় পাঠাগার বন্ধু তৌফিক আহমেদ’র পক্ষ থেকে সবাইকে কলম প্রদান করা হয়।এর আগে হাসুস ও কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারের পক্ষ থেকে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ে’র শহিদ মিনারে মহান ভাষাশহিদদের উদ্যেশ্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:০৮:২৫ ৬৩৪ বার পঠিত