শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯

মাঈন উদ্দিনের প্রথম গল্পগ্রন্থের বই ‘নিরামিষ বসন্ত’

Home Page » প্রথমপাতা » মাঈন উদ্দিনের প্রথম গল্পগ্রন্থের বই ‘নিরামিষ বসন্ত’
শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯



 

বঙ্গ-নিউজঃ মাঈন উদ্দিন। ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট বিভাগের প্রত্যন্ত হাওর অঞ্চল মধ্যনগর থানার দাড়িয়াপাড়া গ্রামে ১৯৮৯ সালের ২২ শে এপ্রিল সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে।মাধ্যমিক পাশ পাস করেছেন ঐ এলাকার সীমান্তবর্তী অঞ্চল মহিষখোলা দাখিল মাদ্রাসা এবং চট্রগ্রাম ক্যান্টনম্যান্ট পাবলিক কলেজে অধ্যয়ন করেছেন।বর্তমানে তিনি সেনাবাহিনীতে কর্মরত আছেন।মিষ্টভাষী ও বন্ধুসূলভ এই মানুষটির লেখালেখির উন্মেষ ঘটে বাল্য কালেই।বাংলা সাহিত্যের ছোট গল্পের দারুন লেখক তিনি।

“নিরামিষ বসন্ত” লেখকের প্রথম ছোট গল্পের বই। এতে মোট দশটি ছোট গল্প আছে।বইটি প্রকাশ করেছে সাহিত্য রস প্রকাশনী।বইমেলায় পাওয়া যাচ্ছে ৬ নং স্টলে।

বাংলাদেশ সময়: ১৪:১৬:২৯   ৫৬০ বার পঠিত