শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯
সাভারে ‘স্বপ্নস্বরের’ উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Home Page » বিনোদন » সাভারে ‘স্বপ্নস্বরের’ উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: ২২ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে সাভার সরকারি কলেজ মাঠে ভাষা শহীদদের প্রতি একান্ত শ্রদ্ধা ও ভালোবাসায় আবৃত্তি শিল্পের বিকাশে সাভার উপজেলার বিভিন্ন স্থরের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বপ্নস্বর ২১ আবৃত্তি প্রতিযোগিতা ২০১৯ ও পুরস্কার বিবতরণী অনুষ্টিত। স্বপ্নস্বর আবৃত্তি সংগঠনের সভাপতি শাহানা জাহান সিদ্দিকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রন্জন শিশিরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এছাড়া আমন্ত্রিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. নজরুল ইসলাম মানিক মোল্লা, অধ্যাপক দীপক কুমার রায়, উপাধ্যক্ষ দীল আফরোজা শামীম, কাদের তালুকদার, মাসুম আজিজুল বাসার, সন্চিতা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা খ ম হামিদ রন্জু, শব্দ সৈনিক শীলা ভদ্র এবং কবি শামসুন্নাহার। বিচারক প্যানেল্ উপস্থিত ছিলেন কবি হাফিজ রহমান, সাংবাদিক স্বপন চ্ক্রবর্তী, শিল্পী পরিমল আচার্য, কবি মান্নান আকন্দ, শিক্ষক মনিমালা রায় এবং প্রভাষক সাখাওয়াত হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় ছিলেন শিল্পী শাহেদ এর পরিচালনায় টপ টু ট্যু এর শিল্পীগণ, সরকার একান্ত, শ্রাবন্তী ঘোষ এছাড়া উদ্বোধনী নৃত্য পরিবেশন
করেন সাভার সরকারি কলেজ, স্বপ্নস্বর এবং নৃত্যাশ্রম এর শিল্পীরা।
নান্দনিক শুভেচ্ছা আলোচনার ফাঁকে ফাকে অন্যতম আকর্ষণ ছিল সৈয়দ হাসান ইমাম, মাসুম আজিজুল বাসার এবং সন্চিতা নাসরিন এর আবৃত্তি পরিবেশনা । …
বাংলাদেশ সময়: ৮:৪৮:৪৭ ৫৯৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম