বুধবার, ২৬ জুন ২০১৩
এবার ছবি দিয়ে কমেন্টস করুন ফেসবুকে
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » এবার ছবি দিয়ে কমেন্টস করুন ফেসবুকেবঙ্গ-নিউজ ডটকম: বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন একটি ফিচার চালু করেছে। নতুন সিস্টেম অনুযায়ী নিজের বন্ধু বা প্রিয় মানুষের স্ট্যাটাস বা ছবিতে কমেন্টস হিসেবে দিতে পারবেন ছবি। আর এর ফলে ফেসবুকে নিজের মনের ভাব প্রকাশটা আরও সহজ হবে বলেই মনে করে ফেসবুক কর্তৃপক্ষ।২০ জুন থেকে এ ফিচারটির সাথে ফেসবুক ব্যবহারকারীরা পরিচিত হন। এখন থেকে কমেন্টস করতে গেলে বক্সের ডান পাশে একটি ক্যামেরার অপশন আসবে আর সেখানে ক্লিক করলেই নিজের কম্পিউটার থেকে ছবি অ্যাটাচ করা যাবে। তবে মোবাইলে ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন পরবর্তীতে।
ফেসবুকে নতুন এই ফিচারটির উদ্ভাবক ববস ব্যাল্ডউইনস এবং তার দল। তিনি তার ফেসবুক প্রোফাইলে একটি ছবি শেয়ারের মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছেন। এ ফিচার ব্যাবহারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা যে কোন ধরণের জেপিজি, টিফ, পিএনজি ফরমেটের ছবি কমেন্টসের সাথে আপলোড করতে পারবেন।
কর্তৃপক্ষ জানায়, নতুন চালু হওয়া এই সুবিধাটি এখনো সবার প্রোফাইলে নাও দেখাতে পারে। তবে ঘাবড়ে যাবার কিছু নেই। পর্যায়ক্রমে সারা বিশ্বের ফেসবুক ব্যবহারকারীরা এ অপশনটি ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১২:১৭:২০ ৪৬১ বার পঠিত