বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
“সাউথ এশিয়ান ইউনিভার্সিটি উয়ুথ ফেস্টিভালে যোগ দিতে আমন্ত্রিত হয়ে ভারত যাচ্ছে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি
Home Page » বিনোদন » “সাউথ এশিয়ান ইউনিভার্সিটি উয়ুথ ফেস্টিভালে যোগ দিতে আমন্ত্রিত হয়ে ভারত যাচ্ছে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিসৌরভ বর্মন গৌতম,বঙ্গ-নিউজ: আগামী ২২-২৬ ফেব্রুয়ারি ২০১৯ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম “সাউথ এশিয়ান ইউনিভার্সিটি উয়ুথ ফেস্টিভাল “ । এবারে ভেনু নির্ধারিত হয়েছে পন্ডিত রবি শঙ্কর বিশ্ববিদ্যালয় । ১০ টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাউথ এশিয়ান ইউনিভার্সিটি উয়ুথ ফেস্টিভালে অংশ গ্রহন করবে । প্রত্যেক বিশ্ববিদ্যালয় হতে ২/৩ জন লাইট ভোকাল গ্রুপ, ক্লাসিকাল ড্যান্স ,ফোক ড্যান্স,ডিবেট,ইলেকিউশন,পোষ্টার মেকিং এ অংশ গ্রহন করতে পারবেন । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ড. মুশররাত শবনমের নেত্রীত্বে সংগীত বিভাগের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের মৌমিতা বিশ্বাস ,২০১৫-১৬ শিক্ষা বর্ষের কানিজ খন্দকার মিতু এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ অপূর্ব চক্রবর্তী অংশ গ্রহন করবেন । তারা বৃহস্পিতিবার সকাল ১০ টায় হজরত শাহজালাল বিমান বন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন বলে নিশ্চিত করেছেন ।
বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৮ ১৪৫৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম