বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটারর এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ভারতের আমন্ত্রণে আগামী শুক্রবার কোলকাতা যাচ্ছে
Home Page » বিনোদন » কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটারর এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ভারতের আমন্ত্রণে আগামী শুক্রবার কোলকাতা যাচ্ছেসৌরভ বর্মন গৌতম,বঙ্গ-নিউজ: ২২ শে ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি তিন দিন ব্যাপি অজিতেশ মঞ্চে ৫ম বর্ষ দমদম আন্তর্জাতিক নাট্য উৎসব ,শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্য নাট্য উৎসব শুরু হতে যাচ্ছে । “রবীন্দ্রনগর নাট্যায়ুদ” উক্ত নাট্য উৎসবের আয়োজন করছে । নাট্য উৎসবের উদ্বোধন করবেন শ্রী ব্রাত্য বসু (বিজ্ঞান,জৈব,জৈব-প্রযুক্তি মন্ত্রী পঃ বঃ সরকার ) । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্যজন শ্রী প্রবীর গুহ,শ্রী অশিস চট্টপাধ্যায়,শ্রী অভি চক্রবর্তী । নাট্য উৎসবের তৃতীয় দিন ২৪ শে ফেব্রুয়ারি সন্ধ্যা সাত টায় মঞ্চায়িত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বদ্যিালয়ের থিয়েটারর এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের প্রযোজনায় নাটক “লোককইন্যা রূপবান” । নাটকটির নির্দেশনা দিয়েছেন ড. কামাল উদ্দিন ।আবহমান বাংলা জনপ্রিয় লোক কাহিনী রহিম-রূপবান কাহিনীর ছায়াবলম্বে নির্মিত হয়েছে লোককইন্যা রূপবান । এখানে প্রথমত জীবন যৌবনের দ্বান্দ্বিকতায় পড়ে রূপবান তার আপন যৌবনকে বিসর্জন দিয়ে জীবনকে জয়ী করেছিল । মুনীর অভিশাপে বার বছরের রূপবান বার দিনের রহিমকে বিয়ে করে বার বছর কাটায় নির্বাসনে । যৌবন প্রাপ্ত রহিম তাজেলের প্রেমে পড়ে রূপবানকে ছেড়ে চলে যেতে চায় । অন্তর জ্বালায় ভেঙ্গে পড়ে রূপবান । পরক্ষণে রহিম বিবাহিত জেনে তাজেল তাকে প্রত্যাখ্যাণ করে । রহিমের আ্ত্ম-উপলব্ধির বীজ রোপিত হয় অতপর রূপবানের সাথে আত্মিক সম্পর্ক গড়তে চায় । কিন্তু রূপবানের যৌবন রহিমকে ক্ষমা করতে পারে না । সে নিজেকে একজন মানুষ হিসেবে আবিস্কার করে । ঐতিহ্যের ধারা বর্ণনা,নৃত্য,গীত,বাদ্য,অভিনয় ইত্যাদি লোককইন্যা নাট্যের অপরিহার্য অঙ্গিকরূপে বিবেচিত হয়েছে ।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:০০ ১০৮৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম