বুধবার, ২৬ জুন ২০১৩

জোলি-পিটের বিয়েতে মাতালরা নিষিদ্ধ

Home Page » বিনোদন » জোলি-পিটের বিয়েতে মাতালরা নিষিদ্ধ
বুধবার, ২৬ জুন ২০১৩



jolly-238x225.pngবঙ্গ-নিউজ ডটকম: হলিউডসহ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী দুই তারকা ব্রাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। তবে এবার তাদের বিয়ের আগেই আরোপ করা হলো নতুন এক নিয়ম। অনেক বেশি ড্রিংকস করেন এমন লোকদের ব্রাড-অ্যাঞ্জেলিনা জোলির বহুল প্রতীক্ষিত বিয়েতে প্রবেশাধিকার দেয়া হবে না। ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দুজনে মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।বেশি ড্রিংকস করে থাকেন এমন কয়েকজন সহকর্মীকে এরই মধ্যে নিজেদের অভ্যাসকে নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক করে দিয়েছেন এই তারকা জুটি। এদের মধ্যে আছেন জোনাহ হিল, কোয়েনটিন টারানটিনো, ফিলিপ স্যামুর হোফম্যান ও জর্জ ক্লুনি।

এক সূত্রে জানা যায়, অ্যাঞ্জেলিনা চান তাদের পুরো অনুষ্ঠানটি হবে সভ্য লোকদের অনুষ্ঠানের মতো। এজন্যই তিনি ব্রাডের কয়েকজন মাতাল বন্ধুকে সতর্ক করে দিয়েছেন। তিনি মনে করেন তারা যদি আসেন তাহলে তারা অতিমাত্রায় নেশা করবেন এবং অনুষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন।

বাংলাদেশ সময়: ১২:১০:৪৩   ৪২৩ বার পঠিত