রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
মধ্যনগরের বিভিন্ন স্থানে ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন’র জনসংযোগ
Home Page » বিবিধ » মধ্যনগরের বিভিন্ন স্থানে ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন’র জনসংযোগস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:আসন্ন ধর্মপাশা উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা উপজেলার সীমান্ত অঞ্চল মহেষখলা অঞলের বিভিন্ন স্থানে জনসংযোগ করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন।রবিবার দুপুরে ঐ এলাকার বঙ্গবন্ধু বাজারে আলোচনা সভার আয়োজন করা এতে সভাপতিত্ব করেন রেনু মেম্বার এবং সভা পরিচালনা করেন যুবলীগ নেতা আলাল উদ্দীন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন আদিবাসী ট্রাইবল চেয়ারম্যান আশুতোষ হাজং, আ.লীগ নেতা রবিন ড্রাবেল,আব্দুল হালিম,বংশীকুন্ডা(উঃ)ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলী,সাধারন সম্পাদক আব্দুল মজিদ,টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল গনি, উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এহসান বিন মর্তুজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮:৪২:৫৬ ৫০৬ বার পঠিত