
শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
চাপাইতি বাজারে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন’র জনসংযোগ
Home Page » বিবিধ » চাপাইতি বাজারে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন’র জনসংযোগস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:আসন্ন ধর্মপাশা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো.কামাল হোসেন আজ শনিবার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা ইউনিয়নের চাপাইতি বাজারে গনসংযোগ করেছেন।
এই সময় তিনি ভোটারদের কাছে নানান উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন আমি যদি আপনাদের দোয়া ও আর্শিবাদে ধর্মপাশা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে এই হাওর জনপদের উন্নয়নে কাজ করে যাব।
তৃণমূল জনগণের সাথে আলাপকালে তারা বলেন আঞ্চলিকতার টানে মধ্যনগর অঞ্চলে কামাল হোসেন কে ভাইস চেয়ারম্যান হিসেবে এই এলাকার মানুষ চায়।
এই সময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় আ.লীগ নেতা শাফিকুল ইসলাম,আব্দুল জব্বার,ছাত্রলীগ নেতা জাকির হোসেন ও সানোয়ার হোসেন খোকা।
বাংলাদেশ সময়: ২১:৫৭:৩০ ৭৭৫ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ