শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯
নয়াদিল্লির অভিযোগ জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ
Home Page » জাতীয় » নয়াদিল্লির অভিযোগ জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ
বঙ্গ-নিউজ: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ হামলায় পাকিস্তান জড়িত থাকার নয়াদিল্লির অভিযোগ আজ(শুক্রবার) জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। এ খবর দিয়েছে পার্সটুডে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। এতে বলা হয়েছে, ভারতের সংবাদ মাধ্যম এবং দেশটির সরকার কোনো তদন্ত ছাড়াই কাশ্মিরের হামলায় পাকিস্তানের জড়িত থাকার যে অভিযোগ করছে ইসলামাবাদ তা জোরালো ভাষায় প্রত্যাখ্যান করছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গতকাল সামরিক বহরে বোমা হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৪৪ জওয়ান নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। জৈশ-ই-মুহাম্মদ গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে বলে খবর প্রচারিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:২১:৪৯ ৪২৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম