
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
অনুনয় - রনজিত চাঙমা (১৩/০২/২০১৯ইং)
Home Page » বিনোদন » অনুনয় - রনজিত চাঙমা (১৩/০২/২০১৯ইং)অশান্ত পৃথিবী বলে দাও মোরে
শান্ত হবি তুমি আর কবে?
দিকে দিকে কেন হিংসার দাবানল জ্বলে
ভরে গেছে কেনো নোংরা স্তুপে?
ভেদাভেদ জ্ঞানহীনে নানা বাদ বিবাদে
হানাহানি,রক্তারক্তি মানুষে মানুষে,
লোভাতুর শকুন দৃষ্টি শব খোঁজে যেখানে সেখানে
অতৃপ্ত তৃঞ্চার অন্ধ মোহে।
কত হাজারো নীতি কথা,উপদেশ বাণী
ভেসে চলে শুধু আকাশে বাতাসে,
মানবতা বিবেকবোধেও জং ধরেছে
স্বজন প্রীতি এবং আত্ম অহংবোধে।
অপ্রিয় সত্যরা মুখ লুকায় লজ্জায় নীরবে কাঁদে
তাকিয়ে দেখে ফ্যাল ফ্যাল নয়নে,
মিথ্যা অরাজকতার দাপট চারিদিকে শুধু
রক্ত চক্ষুতে আজ হুংকার ছাড়ে।
মাছ মাংস ফলমুলে ধরে না আর পঁচন
নব বধুর মতো সাজে ফরমালিনে,
ভাইরাসে আক্রান্ত মানুষের মনন আজ
জ্বলে পুড়ে ছাই হয় কেবল, হিংসা আক্রোসে।
প্রেম প্রীতি ভালবাসাও হয়েছে নকল
দিন এসেছে যাচাই করার কষ্টি পাথরে,
আলোর মিছিল জ্বালাতে হবে নব সংস্কারে
দেখবে নতুন পৃথিবীর সৃষ্টি হবে।
নতুন আলোয় আলোকিত হবে ধরা
সুখের আবহ বইবে বিশ্বময়,
হৃদয়ের দরজা খুলে যাবে সবার আনন্দে
হবে না গো পরাজয়,এই মোর অনুনয়।
******************
বাংলাদেশ সময়: ১০:২১:০২ ৬২৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম