বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯
আজ পহেলা ফাল্গুন: বসন্তে প্রকৃতির সঙ্গে সেজেছিল প্রাণ
Home Page » এক্সক্লুসিভ » আজ পহেলা ফাল্গুন: বসন্তে প্রকৃতির সঙ্গে সেজেছিল প্রাণ
বঙ্গ-নিউজঃ মেঘলা আকাশ। সঙ্গে শীতের পালক পরশ। শখায় ফুটতে শুরু করেছে রক্তিম শিমুল, পলাশ। সময়ের ঘড়ি ধরে, ঋতুর সিঁড়ি বেয়ে শীতের শেষে আসছে ফাল্গুন। বসন্তের আগমনীতে প্রকৃতি গুণগুণ করে গাইছে যৌবনের গান।
আজ সোমবার পহেলা ফাল্গুন। ফুলের সাজে সাজবে প্রাণ। ভালোবাসায় সিক্ত হবার সময়। ঋতুরাজ বসন্তের বর্ণনা কোনো রঙতুলির আঁচরে শেষ হয় না। শতাব্দির পর শতাব্দি ধরে চলে কবি-সাহিত্যিকদের বসন্তের রূপের বর্ণনা। তবু শেষ হতে চায় না। প্রকৃতির রঙিন রঙ যেন লাগে মনে।
ফাগুনের আগুনে, মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হবে। সাজবে নানান রঙে। ভালোবাসার আবেগে মানুষ ও প্রকৃতি একাকার।
বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের হিমবাহ। শহুরে মানুষের কাছেও বসন্তের আবেদন ভিন্নমাত্রা যোগ করেছে। বিশেষ করে শহরের তরুণ-তরুণীরা বসন্ত বরণে দিরভর ব্যস্ত থাকে। ফুলে ফুলে ভরে যাবে তরুণীর চুলের খোপা।
এদিন, দর্শনীয় স্থানগুলোতে মানুষের পদচারণায় যেন তিল ধারণের ঠাঁই থাকে না। বসন্তের আগমনে নব উদ্যমে জেগে উঠে বাঙালির প্রাণ।
পহেলা ফাল্গুনকে সামনে রেখে বেচাকেনা জমে উঠেছে ফুলের দোকানিদের।
বাংলাদেশ সময়: ২০:৪৭:১৫ ২৬১৬ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #ফাল্গুণ #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বসন্ত #বাংলা নিউজ