বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯
সাগর-সৈকতে ইয়াবার লেন্দেন, মসজীদের ইমাম গ্রেফতার
Home Page » জাতীয় » সাগর-সৈকতে ইয়াবার লেন্দেন, মসজীদের ইমাম গ্রেফতারবঙ্গ-নিউজঃ টাকার বিনিময়ে ইয়াবা বহন করতে গিয়ে ধরা পড়েছেন ঢাকার মসজিদের সাবেক এক ইমাম।
বুধবার সকালে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গীবাজার এলাকা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ওমর ফারুকের কাছ থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার ধামরাই থানার হরিদাসপুর ধোপের বাড়ি জামে মসজিদে ১৫ বছর ধরে ইমামতির পাশাপাশি ওই এলাকায় হাফেজিয়া নুরানী মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
কয়েকমাস আগে ইমামতি ছেড়ে ফারুক ইয়াবা পরিবহনে জড়িয়েছেন বলে পুলিশকে জানান তিনি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন মিডিয়াকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওমর ফারুক জানিয়েছেন- তিনি কক্সবাজারে সাগর নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকার ধামরাইয়ে সৈকত নামের একজনের কাছে পৌঁছে দেন। এভাবে গত তিন মাসে বেশ কয়েকবার ওমর ফারুক ইয়াবা পাচার করেছেন।
ওসি জানান, প্রতি চালানে ১২ থেকে ১৫ হাজার টাকা করে পেতেন ফারুক। বাড়তি রোজগারের আশায় ইমামতি ছেড়ে এ পেশায় জড়িছেন বলে পুলিশকে জানান তিনি। তবে সাগর ও সৈকতের বিস্তারিত কোন তথ্য জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ২০:৩৮:৫৭ ৬৪৯ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #yaba #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ