
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী
Home Page » প্রথমপাতা » কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীসৌরভ বর্মন গৌতম, নিজস্ব প্রতিনিধি” বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ সোমবার(১১-০২-২০১৯)সকাল ১০:৩০টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকাল ১১টায় ক্যাম্পাসে জয় বাংলা ভাস্কর্যের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপদেষ্ঠামন্ডলীর সদস্যসহ উক্ত ক্লাবের সকল সদস্য। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুপুরে ক্যারিয়ার ক্লাব সদস্যদের নিয়ে এক প্রীতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে ৪টি টিম অংশগ্রহণ করে। অন্যান্য খেলাধুলার মধ্যে ছিল মিউজিক চেয়ার,বাস্কেট বল,হাড়ি ভাঙা,কাপল ডান্সসহ সারপ্রাইজ ইভেন্ট। সন্ধ্যায় অন্যান্য আয়োজনের মধ্যে ছিল আতশবাজি,ক্যাম্প ফায়ারিং ও ফানুস উড়ানো। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্যারিয়ার ক্লাব সভাপতি ‘অমিত হাসান রনি’ জানান “সফল একটি বছর পার করলো জাককানইবি ক্যারিয়ার ক্লাব। অদূর ভবিষ্যতে জব ফেয়ার করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে ক্লাবটি। এই জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯:২০:৫৩ ৪৯২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম