শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯

ভাঙ্গায় ছাত্রলীগ সভাপতির মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবীতে মানববন্ধন

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ছাত্রলীগ সভাপতির মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবীতে মানববন্ধন
শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯



ভাঙ্গায় ছাত্রলীগ সভাপতির মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবীতে মানববন্ধন

এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- প্রতি পক্ষের রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান মোল্লার নিঃশ্বর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবীতে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা ও পৌর ছাত্রলীগ মানববন্ধন করেছে। শনিবার সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফরিদপুর-বরিশাল মহাসড়কে বিভিন্ন শ্লোগান ও মানববন্ধন কর্মসূচি করা হয়। এসময় পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলামের পরিচালনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সাহিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ইং ১৫ জানুয়ারী সোমবার রাতে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান মোল্লাকে ভাঙ্গা বাজার থেকে ডিবি পুলিশ অস্ত্র ও ইয়াবা সহ আটক করে।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৩০   ৯৬৭ বার পঠিত   #