শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯

ব্রাজিলের ফুটবল ক্লাবে আগুন, নিহত ১০ জন ফুটবলার

Home Page » এক্সক্লুসিভ » ব্রাজিলের ফুটবল ক্লাবে আগুন, নিহত ১০ জন ফুটবলার
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯



ফাইল ছবিবঙ্গ-নিউজঃ ব্রাজিলের রিও ডি জেনিরো’র ফ্ল্যামেংগো ফুটবল ক্লাবে আগুন লেগে ১০ তরুণ ফুটবলার নিহত হয়েছেন। এছাড়া তিনজন আহত হয়েছেন। এটি দেশটির সবচেয়ে বড় ফুটবল ক্লাবগুলোর একটি।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত ক্লাবটিতে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এক সময় ফ্ল্যামেংগো’র হয়ে খেলা রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র একটি টুইট বার্তায় ক্রাইং ইমোজি দিয়ে লিখেছেন, সত্যিই দুঃখজনক ঘটনা। আসুন সবাই তাদের জন্য প্রার্থনা করি।

স্থানীয় ‘জি1’ নিউজ পোর্টালের মতে, গ্রিনউইচ মিন টাইম অনুসারে সকাল সাতটা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় লেগে যায়। নিহতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। আহতদেরকে পাশের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

একটি টুইট বার্তায় শোক জানিয়েছে ফ্ল্যামেংগো। ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনালদিনহো, বেবেতো ও রোমারিওসহ বেশ কয়েকজন সাবেক বিখ্যাত ফুটবলার এই ক্লাবের হয়ে খেলেছেন। সফল এই ফুটবল ক্লাবের বাস্কেটবল, রোয়িং, সুইমিং ও ভলিবল দলও আছে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:১১   ৫১৭ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #