শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯

গ্র্যামি বর্জন করলেন খ্যাপা আরিয়ানা

Home Page » বিনোদন » গ্র্যামি বর্জন করলেন খ্যাপা আরিয়ানা
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ কে কার কথামতো চলবেন? শিল্পীর কথা মেনে চলবেন প্রযোজক, নাকি প্রযোজক যা বলবেন তা-ই করবেন শিল্পী? এ রকম এক মতবিরোধের জের ধরে গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান বর্জন করলেন আলোচিত মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্দে। এ বছর দুটো মনোনয়নসহ ৬১তম গ্র্যামি অনুষ্ঠানে গান করার কথা ছিল তাঁর। এ বছর তিনি ওই অনুষ্ঠানেই যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন মারফত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের লোকেরা জেনেছিলেন, গ্র্যামির এবারের আয়োজনে মঞ্চে গান করবেন এখনকার জনপ্রিয় তরুণ গায়িকা আরিয়ানা। কিন্তু গ্র্যামির মঞ্চে এবার আর গাওয়া হচ্ছে না তাঁর। আসছে রোববার বসতে যাচ্ছে সংগীত ভুবনের সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ড। সম্প্রতি শিল্পীর তালিকা থেকে কাটা গেছে আরিয়ানা গ্র্যান্দের নাম। জানা গেছে প্রযোজকদের সঙ্গে মতবিরোধের জের ধরেই তাঁকে বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫২:৫২   ৫৭৮ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #