বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
ভেজাল প্যারাসিটামল তৈরির অভিযোগে করা মামলায় আবদুর রবকে এক বছর সাজা
Home Page » প্রথমপাতা » ভেজাল প্যারাসিটামল তৈরির অভিযোগে করা মামলায় আবদুর রবকে এক বছর সাজাবঙ্গ-নিউজঃ ভেজাল প্যারাসিটামল তৈরির অভিযোগে ২৬ বছর আগে করা মামলায় বিলুপ্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পলিক্যাম ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক আবদুর রবকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ওষুধ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এই রায় দেন।
আজকের রায়ে খালাস পেয়েছেন পলিক্যাম ল্যাবরেটরিজের ব্যবস্থাপক গোলাম কাদের এবং ফার্মাসিস্ট মো. মাহবুবুল আলম ও দেলোয়ার হোসেন। ওষুধ আদালতের পেশকার মো. রফিক বলেন, জামিনে থাকা দণ্ডিত আসামি আবদুর রবকে আপিল করার শর্তে আদালত জামিন দিয়েছেন। বিচার চলাকালে মামলার প্রধান আসামি ও পলিক্যামের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মারা যান। পরে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের পেশকার জানান, পলিক্যাম ল্যাবরেটরিজের তৈরি প্যারাসিটামল সিরাপে ক্ষতিকর ডাই-ইথিলিন গ্লাইকল পাওয়া গেলে ওষুধ প্রশাসন অধিদপ্তর বাদী হয়ে ১৯৯৩ সালের ১ জানুয়ারি আদালতে মামলা করে। ২০১৫ সালে আসামিদের বিচার শুরু করেন আদালত।
বাংলাদেশ সময়: ২১:০০:৩৮ ৫৮১ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ