বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯
গেইলদের বিপক্ষে ঢাকা বোলিংয়ে
Home Page » ক্রিকেট » গেইলদের বিপক্ষে ঢাকা বোলিংয়েবঙ্গ-নিউজঃ দু’দলের মধ্যে লড়াইটা এখন পর্যন্ত সমানে সমান। প্রথম লেগে রংপুরকে হারায় ঢাকা। দ্বিতীয় লেগে ঢাকাকে উড়িয়ে দেয় রংপুর। মুখোমুখি লড়াইয়ে তো বটেই জিতলেই ফাইনালে চলে যাবে যেকোন এক দল। শুধু এগিয়ে যাওয়ার মধ্যেই ম্যাচটি অবশ্য সীমাবদ্ধ না। আছে প্রতিশোধেরও উপলক্ষ্য। গেল আসরে ঢাকাকে হারিয়ে শিরোপা উৎসব করেছিলেন মাশরাফিরা। এবার রংপুরকে কোয়াফিয়ারে বিদায় করে শোধ নেওয়ার পালা সাকিবদের।
সেই ম্যাচে প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। এখন দেখার পালা রংপুরকে কম রানে তারা আটকাতে পারে কিনা। রংপুরেরও লক্ষ্য থাকবে ঢাকার সামনে বড় লক্ষ্য দাঁড় করানোর।
বিপিএলের চট্টগ্রাম পর্বে যেভাবে চার-ছ্ক্কা, সেঞ্চুরি দেখা গেছে মিরপুরে তেমনটা দেখা যাচ্ছে না। কিছুটা মন্থর ঢাকার বিপিএল। তবে আসরের অন্যতম সেরা দুই দল রং ধরাতে পারে গুরুত্বপূর্ণ এই ম্যাচে। রংপুর সেজন্য চেয়ে থাকবে গেইলের দিকে। উইন্ডিজ বিস্ফোরক ব্যাটসম্যান আস্তে-ধীরে ব্যাট তুলেছেন দু’এক ম্যাচে। তবে ঝড় এখনও দেখাতে পারেননি। গেল আসরে অবশ্য গুরুত্বপূর্ণ সময়ে হেসেছিল তার ব্যাট। রংপুর, বিপিএল কিংবা গেইল ভক্তরা এবারও তেমন কিছু দেখার অপেক্ষায়।
গেইলের খারাপ সময়ে হেলস-ভিলিয়ার্সরা আগে পুষিয়ে দিয়েছেন। পুষিয়ে দেওয়ার জন্য আছেন রুশোর মতো তারকারা। তবে গেইল তো গেইলই। ঢাকার আবার আছেন রাসেল, পোলার্ড, নারিনরা। ম্যাচটা তাই মিনি উইন্ডিজ শো’ ও হতে পারে। উচ্ছ্বাসার ম্যাচে অবশ্য জল ঢালতে পারে মিরপুরের উইকেট। এখানকার উইকেটের সে ব্যামো যে আছে। তবে দর্শকরা টি-২০ সুলভ ম্যাচের অপেক্ষায় থাকবে।
বাংলাদেশ সময়: ১৯:১৯:১৯ ৯৬৬ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ