মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
বিপিএম পদক পেয়েছেন ডিআইজি আব্দুল বাতেন
Home Page » আজকের সকল পত্রিকা » বিপিএম পদক পেয়েছেন ডিআইজি আব্দুল বাতেনআল-আমিন আহমেদ, স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি আব্দুল বাতেন বিপিএম সেবা পদক পেয়েছেন। গতকাল(৪ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আয়োজিত পুলিশ বার্ষিক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ শেষে তাঁকে এই পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোট ৩৪৯ জন পদক প্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ৭৬ জন পুলিশ সদস্য বিপিএম ও পিপিএম পদক পেয়ে সম্মানিত হয়েছেন। ৪ ক্যাটাগরিতে নিম্নে লিখিত ডিএমপি’র ৭৬ জন সদস্য পদক প্রাপ্ত হয়েছে।
অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৪টি ক্যাটাগরিতে ডিএমপি’র ৭৬ জনকে বিপিএম ও পিপিএম পদকে সম্মানিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের কৃতি সন্তান ডিআইজি আব্দুল বাতেন বিপিএম সেবা পদক পাওয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।সেই সাথে এই শিক্ষানুরাগী ও সমাজ সেবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকার সাধারন মানুষ।
বাংলাদেশ সময়: ১৮:৩৯:১৫ ১১৯৬ বার পঠিত