মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
সাহায্যের হাত যুব সংঘের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
Home Page » আজকের সকল পত্রিকা » সাহায্যের হাত যুব সংঘের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণফজলুল হক.বঙ্গ নিউজ: মানবতার সেবায় তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলার লক্ষ্য নিয়ে ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে ‘সাহায্যের হাত যুব সংঘ’ গাজীপুর মহানগর।
সেই লক্ষ্যকে সামনে রেখে সোমবার সকালে ‘সাহায্যের হাত যুব সংঘে’র উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষর্থীদের হাতে তুলে দেওয়া হয় ৫০ টি স্কুল ব্যাগ। উক্ত ব্যাগ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহরিন সুলতানা আরজু, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক এ্যাড: জাকির আহমদ। এসময় আরোও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম টুটুল, শামসুদ্দোহা সরকার তাপস, সংগঠনের সভাপতি সায়েম সাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আরিফ উজ জামান নেহাল, কোষাদক্ষ্য-নাঈম সরকারসহ সংগঠনের সদস্য সুমন মাহমুদুল, এনামুল, আল-মমিন রিয়াদ, দিদার মজিদ, সৈয়দ মাসুম, রিজভি, তামিম, হুমায়ন, হামিম এবং রাকিব।
বাংলাদেশ সময়: ১৬:৪১:৫১ ৬৯৩ বার পঠিত