রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
ভাঙ্গায় ইউএনও এবং ইউআরসি’র ইন্সট্রাক্টরের অপসারণের দাবীতে মানববন্ধন
Home Page » এক্সক্লুসিভ » ভাঙ্গায় ইউএনও এবং ইউআরসি’র ইন্সট্রাক্টরের অপসারণের দাবীতে মানববন্ধনএস এম শাকিল আহমাদ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সরকারী কাজী মাহাবুব উল্লাহ (কে. এম) বিশ্ববিদ্যালয় কলেজ ভেন্যু কেন্দ্রে প্রশ্ন পত্র দেরী করে প্রদান এবং অতিরিক্ত সময় না দেওয়া, অতিরিক্ত খাতা (লুজ সিট) দেরীতে প্রদান, ক্লিপ বোর্ড নিতে না দেওয়া, বোরকা পরা মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করা সহ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করার জন্য মোট ৪টি মূখ্য বিষয়ের দাবী নিয়ে অনতিবিলম্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ ও ইউআরসি’র ইন্সট্রাক্টর অনিতা দত্ত’কে অপসারণ সহ আইনের আওতায় নেওয়ার জন্য মানববন্ধন করা হয়েছে। রবিবার উক্ত কলেজ রোডে বাংলা ২য় পত্র পরীক্ষা শেষে ২৪ ঘন্টার মধ্যে দাবী কার্যকর করা না হলে, পর্যায়ক্রমে ভাঙ্গা বিশ্বরোড গোল চত্বরে মহাসড়ক অবরোধ করে আন্দোলন অব্যাহত থাকবে মর্মে বিভিন্ন শ্লোগান ও মানববন্ধন করে পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উক্ত সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবীর মুন্সী বিতু প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পরীক্ষার প্রথম দিনে অপ্রীতিকর ঘটনার জন্য তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ।
বাংলাদেশ সময়: ২১:০২:১৪ ১৫০৫ বার পঠিত #ভাঙ্গায় ইউএনও এবং ইউআরসি’র ইন্সট্রাক্টরের অপসারণের দাবী