রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯

চড়ম দূর্ভোগে মধ্যনগর থানার উত্তর অঞ্চলের পরীক্ষার্থীরা!

Home Page » মুক্তমত » চড়ম দূর্ভোগে মধ্যনগর থানার উত্তর অঞ্চলের পরীক্ষার্থীরা!
রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯



---

আল-আমিন আহমেদ সালমান, বঙ্গ-নিউজঃগত শনিবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সুনামগঞ্জের মধ্যনগর থানার ১০ টি বিদ্যালয়ের ৭০১ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।মধ্যনগর থানার চারটি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান আছে চারটি। বংশীকুন্ডা দক্ষিন ও বংশীকুন্ডা উত্তর দূর্গম অঞ্চলের শিক্ষার্থীরা মধ্যনগর সদরের মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় ২০ কিলোমিটার পথ ফাঁড়ি দিয়ে পরীক্ষায় অংশগ্রহন করছে।পরীক্ষার্থীদের  যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে মোটর সাইকেল।
মহেষখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জয়ী হাজং জানায়, আমরা গারো পাহাড়ের পাদদেশ মহিষখলার সীমান্ত অঞ্চল থেকে সকাল সাতটায় রওনা হয়ে মোটর সাইকেলে করে দীর্ঘ দেড় ঘন্টার পথ অতিক্রম করে এসে পরীক্ষায় অংশগ্রহন করছি।যার ফলে পরীক্ষার আগে আমরা বইগুলো একনজর দেখে নেওয়ার সুজোক পাচ্ছিনা।এতে আমরা মানসিকভাবে বিপদগ্রস্থ হচ্ছি।

বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রেদোয়ান হাসান জানায়,মধ্যনগর মহেষখলা রোডের বেহাল দশা হয়ওয়াতে
মোটর সাইকেলের মাধ্যমে এই পথে আসার সময় আমরা আতংকিত থাকি।কারন আমরা যেকোন সময় দূর্ঘটনার শিকার হতে পারি।

অভিবাবকরা জানান,আমাদের মহেখলা ও বংশীকুন্ডা অঞ্চলের শিক্ষার্থীরা অনেক দূরের পথ ফাঁড়ি দিয়ে মধ্যনগর সদরে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে।এতে আমাদের সন্তানেরা যেমন চড়ম দূর্ভোগ পোহাচ্ছে তেমনি অভিবাকরা চড়ম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।

মহেষখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান খাঁন বলেন,আমাদের এই অঞ্চলে দুটি উচ্চ বিদ্যালয় রয়েছে।সীমান্ত এলাকা থেকে শুরু করে এই অঞ্চলের অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।অনেকেই হোস্টেলে থাকছে। হোস্টেলে থাকা,খাওয়া ও পড়ার পরিবেশ নিম্ন মানের হওয়াতে অনেক পরীক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিতে ভোগান্তির শিকার হয়।তাই এলাকার পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষার জন্য একটি উপ-কেন্দ্র স্থাপন করা গেলে শিক্ষার্থীরা যেমন ভালোভাবে পরীক্ষা দিতে পারবে তেমনি অভিবাকরা আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

কেন্দ্র সচিব রমাপদ চক্রবর্ত্তী জানান,এই দূর্গম অঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে একটি উপ-কেন্দ্র স্থাপন করলে অনেক ভালো হয়। আমরা একটি উপকেন্দ্র স্থাপনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব।

বাংলাদেশ সময়: ১৯:০০:৪১   ৭২৯ বার পঠিত