রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯

এসএসসিতে কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: শিক্ষামন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » এসএসসিতে কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: শিক্ষামন্ত্রী
রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯



 ফাইল ছবি ডা. দীপু মনি

বঙ্গ-নিউজঃ এসএসসিতে কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার রাজধানীর বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নেয়া হয়েছে, যা ইতোমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষামন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন এবং ভুল-ত্রুটি এড়িয়ে আরো সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্যাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫০:৩৯   ৪৭৪ বার পঠিত