রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
কোকা-কোলার মাসব্যাপী ক্যাম্পেইন ‘বাংলা এখন, বাংলা তখন’
Home Page » আজকের সকল পত্রিকা » কোকা-কোলার মাসব্যাপী ক্যাম্পেইন ‘বাংলা এখন, বাংলা তখন’
বঙ্গ-নিউজঃ জটিল শব্দের আভিধানিক অর্থ যা সহজ নয় বা গোলমেলে। তবে বর্তমানে তরুণেরা যখন জটিল বলেন তখন তার অর্থ পাল্টে হয়ে যায় খুব সুন্দর বা অসাধারণ। ভাষার এই বিবর্তনে প্রবীণ ও নবীনদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করছে। দুই প্রজন্মের মধ্যে ভাষার ব্যবহারে এ ব্যবধান ঘোচাতে ‘শেয়ার এ কোক’ প্রতিপাদ্যকে সামনে রেখে কোকা-কোলা ‘বাংলা এখন, বাংলা তখন’ শিরোনামে ক্যাম্পেইনের আয়োজন করেছে।
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাসব্যাপী এ ক্যাম্পেইন শুরু করেছে। ভাষা দিবস পালনে এটি কোকা-কোলার পঞ্চম ধারাবাহিক উদ্যোগ। বিশ্বব্যাপী জনপ্রিয় ‘শেয়ার এ কোক’এর মাধ্যমে ভোক্তারা তাদের প্রিয় পানীয় বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারে। আর এ ধরনের শেয়ার বা ভাগাভাগির ফলে তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতিটি কোকা-কোলা বোতলের লেবেলে ব্যাপক, জটিল, কড়া, প্যারা, ভাব এ ধরনের একটি করে বাংলা শব্দের সমসাময়িক ব্যবহারিক অর্থ ও আভিধানিক অর্থসহ ২১টি শব্দ ব্যবহার করছে। ২১টি শব্দের দুই ধরনের অর্থের সঙ্গে একমত কি না তা হ্যাঁ/না ভোটের মাধ্যমে জানাতে পারবেন যে কেউ। এই ক্যাম্পেইনকে তরুণদের কাছে জনপ্রিয় করার জন্য কোকা-কোলা আয়োজন করছে সারা দেশব্যাপী বাংলা ভাষা নিয়ে বিতর্ক প্রতিযোগিতার। সারা দেশের ১৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এ ছাড়া ক্যাম্পেইনের আওতায় থিম সংগীত, টিভি বিজ্ঞাপন, কুইজসহ অনেক কিছু থাকবে। কোকা-কোলার (www.coca-cola.com.bd/21) ওয়েবসাইটে ঢুকে কুইজ এবং গেমসে অংশ নেওয়া যাবে।
এক বিজ্ঞপ্তিতে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের শামীমা আক্তার বলেন, কোকা-কোলা ধারাবাহিকভাবে বাংলা ভাষার উন্নয়নে কাজ করছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভালোবাসা, সহযোগিতা এবং অংশীদারত্বের বন্ধনে তরুণ ও প্রবীণ প্রজন্মের সম্পর্ককে দৃঢ় করবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেয়ার এ কোক ক্যাম্পেইনটি প্রথম ২০১১ সালে অস্ট্রেলিয়াতে শুরু হয়। এটি জনপ্রিয় হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলে জনপ্রিয় সিনেমার ডায়ালগ, চলচ্চিত্রের সংলাপ, গানের কলি কোকের বোতলে স্থান করে নেয়। যুক্তরাজ্যে ২০১৩ সালে জনপ্রিয় মানুষের নাম নিয়ে শেয়ার এ কোক প্রজেক্ট যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে বোতলের লেবেলে পৃথিবীর জনপ্রিয় সব পর্যটন কেন্দ্র ও শহরের নাম স্থান করে নেয়। বিজ্ঞপ্তি।
বাংলাদেশ সময়: ১৭:১০:২০ ৪৬৯ বার পঠিত