শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯

আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা

Home Page » আজকের সকল পত্রিকা » আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা
শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯



 

ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ। সারা দেশের তিন হাজার ৪৯৭টি কেন্দ্রে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

আজ এসএসসিতে বাংলা প্রথমপত্র, এসএসসি ভোকেশনালে বাংলা-২ ও দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে  কেন্দ্রে প্রবেশ করতে হবে। আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না। প্রশ্নফাঁস ঠেকাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩২:২৭   ৩৫৪ বার পঠিত