শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ভাঙ্গায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত
Home Page » প্রথমপাতা » পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ভাঙ্গায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিতএস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- “পুলিশ সেবা সপ্তাহ -২০১৯” উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় ওপেন হাউজ ডে’র আয়োজন করেছে ভাঙ্গা থানা পুলিশ। ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে ২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলছে পুলিশ সেবা সপ্তাহ। শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি’র শ্লোগান নিয়ে শুক্রবার বিকালে থানা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম। থানার উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মিরন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সি, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ও সাধারণ ব্যাক্তিবর্গ মাদক, সন্ত্রাস, ইভটিজিং, আইনি সহযোগিতায় আন্তরিকতা বৃদ্ধি ও দূর্ণীতির বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেন। বক্তব্য শেষে আলোচ্য বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো সম্পর্কে গুরুত্ব দিয়ে সকল প্রকার আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, মাদক নির্মূলের জন্য ইউনিয়ন ভিত্তিক আলাদা একটি কমিটি করব। তিনি আরও বলেন, আপনাদের সকলের সহযোগিতায় আমরা এ ভাঙ্গাকে সুন্দর ও শান্তিপূর্ণ একটি থানা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো।
বাংলাদেশ সময়: ১৯:৫০:৩৯ ৪৪৫ বার পঠিত #পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ভাঙ্গায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠ