বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
ফেনীর ছাগলনাইয়ায় দুই দল ডাকাতের ‘গোলাগুলিতে’ নিহত ১
Home Page » প্রথমপাতা » ফেনীর ছাগলনাইয়ায় দুই দল ডাকাতের ‘গোলাগুলিতে’ নিহত ১বঙ্গ-নিউজঃ ফেনীর ছাগলনাইয়ায় দুই দল ডাকাতের মধ্যে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ডাকাতের নাম সবুজ। এ ঘটনায় পলাশ নামে আরও এক ডাকাত আহত হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মুর্শেদ এসব তথ্য জানান।
ওসি এমএম মুর্শেদ বলেন, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে রাতেই রাঁধানগর ইউনিয়ন এলাকায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সবুজ ও পলাশকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যায়। সেখানে পলাশ মারা যান।
ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি, ১টি বন্দুক ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১০:৫৭:৫৬ ৪৩১ বার পঠিত