
বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯
ভাঙ্গায় “পুলিশ সেবা সপ্তাহ-২০১৯” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় “পুলিশ সেবা সপ্তাহ-২০১৯” উপলক্ষে বর্ণাঢ্য র্যালিএস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি’র শ্লোগান নিয়ে “পুলিশ সেবা সপ্তাহ-২০১৯” উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় এক বর্ণাঢ্য র্যালি করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে র্যালিটি ভাঙ্গা থানা থেকে বের হয়ে বাজার ও উপজেলা প্রশাষণিক কার্যালয় প্রদক্ষিণ করে। ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে ২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে পুলিশ সেবা সপ্তাহ। এ উপলক্ষে সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাজ করে যাব এবং দূর্ণীতির বিরুদ্ধেও কাজ করব। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিখিল চন্দ্র অধিকারী, সেকেন্ড অফিসার নজরুল ইসলাম মুন্সি সহ থানা ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:২৩ ৬৪৩ বার পঠিত #ভাঙ্গায় “পুলিশ সেবা সপ্তাহ-২০১৯” উপলক্ষে বর্ণাঢ্য র্যা