মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
সাভারের বিশিষ্ঠ পন্ডিত রবীন্দ্র চৌধুরীর (নারায়ন বাবু) মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত
Home Page » প্রথমপাতা » সাভারের বিশিষ্ঠ পন্ডিত রবীন্দ্র চৌধুরীর (নারায়ন বাবু) মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত
স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: সাভারের বিশিষ্ঠ হিন্দুধর্মীয় পন্ডিত, শাস্ত্রজ্ঞ পুরহিত, একাধিক মন্দিরের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক রবীন্দ্র নাথ চৌধুরীর মৃত্যুতে আজ এক শোক ও আলোচনা সভা এবং শ্রাদ্ধাদি ক্রিয়া অনুষ্ঠিত হয়। তিনি বিগত ১৯ জানুয়ারী’২০১৯ তারিখে পরলোক গমন করেন। মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছিল ৬৫ বৎসর। তিনি স্ত্রী ও একমাত্র কণ্যা স্মৃতি কণা চৌধুরী ও অসংখ্য গুণগ্রাহী এবং অনেক আত্মীয় ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি ছিলেন ঢাকা জেলার ধামরাই উপজেলাস্থ সুংঘর এলাকার জমিদার পরিবারের সর্বকনিষ্ঠ পুত্র।
তার আলোচনা সভায় বহু আত্মীয়স¦জন, হিন্দু সমাজের অসংখ্য গুণগ্রাহী ও পন্ডিত ব্যক্তি ব্যতিরেকেও এলাকার অসংখ্য বিশিষ্ঠজন উপস্থিত ছিলেন। আলোচকবৃন্দের প্রত্যেকের বক্তব্যে তার এই শূণ্যতা ও অভাবনীয় ক্ষতির কথাই উঠে আসে। আলোচকগণের মূল্যবান বক্তব্যে একটি বিষয়ই সুস্পষ্ট হয় যে তার আদর্শ বাস্তবায়ন ও হিন্দু ধর্মানুসারীদের ঐক্য ব্যতিত ক্রম অবনতিশীল এই কম্যুনিটির উন্নতির আর কোন বিকল্প নেই। তার প্রতিষ্ঠিত অন্যতম একটি মন্দির বাড্ডা ভাটপাড়াস্থ রাধা-গোবিন্দজি মন্দিরটি বর্তমানে দারুন অর্থ সংকটে নিপতিত। নিয়মিত ধর্মালোচনা, শাস্ত্রালোচনা, নুতন প্রজন্মের মধ্যে হিন্দুধর্মীয় জ্ঞান সৃষ্টি করা ও নিয়মিত কীর্তন ইত্যাদি বাস্তবায়নই তার আকাংখা ও স্বপ্নপূরণের জন্য এবং এই সমাজের কল্যাণের জন্য প্রকৃষ্ঠ উপায়।। তার প্রতি যথাযথ সম্মান ও হিন্দু সমাজের উন্নতি এবং তথা কল্যাণ সাধনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধর্মীয় কাজ ও মন্দির ভিত্তিক জ্ঞান চর্চা অব্যাহত রাখতে হবে।
আলোচক ও উদ্দ্যোক্তাগণের মধ্যে যারা সার্বিকভাবে এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন
বাবু প্রফুল্ল কুমার সরকার, অসিত কুমার মন্ডল,চিত্তরঞ্জন বাড়ই,সুনীল কুমার মন্ডল,বীরেন্দ্র নাথ দাস, বীরেন্দ্র নাথ অধিকারী,সমর সরকার, গ্ৗেরাঙ্গ চন্দ্র দত্ত,সুবল চন্দ্র বর্মণ, পরেশ চন্দ্র মন্ডল , নির্মল সরকার, পরিতোষ চন্দ্র সাহা প্রমূখ।
তাদের মূল দাবী ছিল বহু হিন্দু অধ্যুষিত এই এলাকার একমাত্র রাধা-গোবিন্দজি মন্দিরটির জন্য সরকারের পক্ষ হতে অনুদান খুব জরুরী। মন্দিরটির প্রায় বেহাত হতে যাওয়া জমি পুনরুদ্ধারের জন্য সরকারীভাবে ব্যবস্থা গ্রহন, নিরাপত্তা নিশ্চিত করন, এবং মন্দিরের জন্য একটি গ্রন্থাগার নির্মাণ করে দেওয়া।
দেশের বহু দুরদুরান্ত হতে অংশগ্রহনকারী আরো যে সব বিশিষ্ট্য পন্ডিত ব্যক্তিবর্গ ও আত্মীয় এবং গুণগ্রাহী উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম কয়েকজন হলো দুলাল কুমার ভট্টাচার্য ( ফরিদপুর), বাবু সুদীপ শংঙ্কর ভট্টাচার্য (মাণিকগঞ্জ) বিমল ভট্টাচার্য ও কণা রাণী সান্যাল (টাঙ্গাইল) মহীপ শংকর ভট্টাচার্য, সন্দীপ শংকর ভট্টাচাযর্, রমা রাণী তালুকদার, ডলি রাণী মজুমদার ও শম্ভু শঙ্কর ভট্টাচার্য ( মাণিকগঞ্জ) । অনুষ্ঠানে যাগযজ্ঞ ও পৌরহিত্য করেন পন্ডিত জহরলাল রায় চৌধুরী ( মাণিকগঞ্জ) ।
অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন প্রয়াতের আত্মার শান্তি কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ২১:১৩:৫১ ৭৬৯ বার পঠিত