মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
আগামী ১০ বছরে আমেরিকাকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ
Home Page » আজকের সকল পত্রিকা » আগামী ১০ বছরে আমেরিকাকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ
বঙ্গ-নিউজঃ আগামী ১০ বছরে আমেরিকাকে পেছনে ফেলে ভালো অবস্থানে বাংলাদেশ পৌঁছাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রবাসী বাংলাদেশি দিবস (এনআরবি) উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, মাতৃভূমি আমাদের অনেক কিছু দিয়েছে যা আমাদের ফেরত দিতে হবে। ভবিষ্যতে প্রবাসীরা দেশের শেয়ার বাজারে ১০ শতাংশ অবদান রাখবে।
বর্তমান সময়ে নিজেদের মধ্যে কয়েকটি ক্লাস বানানো হচ্ছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যেমন কিছু মানুষ যারা প্রবাসে থাকে তারা তাদের সন্তানদের ইংরেজি মাধ্যমে লেখাপড়া করাচ্ছে আর তাদের সাথে ইংরেজিতে কথা বলছে। আর আরেকপক্ষ বাংলাদেশে থেকেও সন্তানদের ইংরেজিতে পড়াশোনা করাচ্ছে আর তাদের সাথে ইংরেজিতে কথা বলছে। এগুলোর সমাধান দরকার।
ইমরান আহমদ বলেন, দেশের ইতিহাস-ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবনসহ অন্যান্য বিষয়ে নতুন প্রজন্মকে জানাতে হবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এ ছাড়াও দিনটি উদযাপনে অনেক প্রবাসী অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশ সময়: ১৯:১২:০৪ ৩৮৭ বার পঠিত