মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
শুধু শুধু চা খাওয়ানো দাওয়াতে অংশ গ্রহণ করে কোন লাভ হবে না:মান্না
Home Page » প্রথমপাতা » শুধু শুধু চা খাওয়ানো দাওয়াতে অংশ গ্রহণ করে কোন লাভ হবে না:মান্না
বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় সংদস নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে নির্বাচন নিয়ে সংলাপে বসেছিলেন। সেই সংলাপে ঐক্যফ্রন্টের নেতারা সন্তুষ্টু হতে পারেনি। তবুও তারা সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি যা ওয়াদা করেছিলেন তার ধারে কাছেও প্রধানমন্ত্রী যায়নি বলে অভিযোগ ঐক্যফ্রন্টের। এখন নতুন করে শুধু শুধু চা খাওয়ানো দাওয়াতে অংশ গ্রহণ করে কোন লাভ হবে না বলে জানিয়েছেন নাগকরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না। রাজনৈতিক ভাবে কোন গুরুত্বই বহন করে না এই চা চক্রের দাওয়াতে। অতএব প্রধানমন্ত্রীর দাওয়াত গিয়ে লাভ নেই বলে সাফ জানিয়ে দেন এই নেতা।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে এসে ঐক্যফ্রন্টের নেতা এসব কথা বলেন।
এদিকে প্রধানমন্ত্রী আগামী ২ ফেব্রুয়ারি থেকে নতুন করে রাজনৈতিক দল গুলোকে চায়ের দাওয়াত দিয়ে চিঠি প্রদান করেছেন। ইতোমধ্যে বিএনপি, ঐক্যফ্রন্ট ১৪ দল, জাতীয় পার্টিসহ বাম দলগুলোকে চায়ের দাওয়াত দেয়া হয়েছে। নির্বাচনের সময় যে সব দলকে দাওয়াত দেয়া হয়েছিল তাদেরকেই পুনরায় দাওয়াত দেয়া হয়েছে।
মান্না বলেন, নির্বাচনের আগের রাতে যা হয়েছে তারপর বিশ্বাসের জায়গা নড়বড়ে হয়ে গেছে। তিনি( প্রধানমন্ত্রী) যা বলেছেন তার কোনটাই রক্ষা করেননি। তারপরও আমাদের আস্থা ছিল তিনি নির্বাচনকে একটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাবেন কিন্তু তা হয়নি।
বাংলাদেশ সময়: ৫:২৪:৪৪ ৪৩৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম