
সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
চলতি মাসের ৩০-৩১ তারিখের দিকে আরও একটি শৈত্যপ্রবাহের পুর্বাভাস
Home Page » প্রথমপাতা » চলতি মাসের ৩০-৩১ তারিখের দিকে আরও একটি শৈত্যপ্রবাহের পুর্বাভাস
বঙ্গ-নিউজ: এবারের মাঘ মাস এসে শীত হারিয়ে গেছে অনেকটাই। চলতি মৌসুমের শীত নেই বলে অনেকেই মনে করছেন। কিন্তু সেটা ভুল! আবহাওয়া অধিদপ্তর জানালেন আরো একটি শৈত্যপ্রবাহের কথা। আর সেই শৈত্যপ্রবাহে আবার জেঁকে বসবে শীত। শৈত্যপ্রবাহটি চলতি মাসের ৩০-৩১ তারিখের দিকে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। তখন দেশের উত্তরবঙ্গসহ দেশের কোনো কোনো এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষে দেশে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর সেই শৈত্যপ্রবাহে আবার জেঁকে বসবে শীত। এই শৈত্যপ্রবাহ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।
ফেব্রুয়ারির ওই শৈত্যপ্রবাহের পর আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। সে হিসেবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর এই বছরের মতো শীত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১০:২৮ ৪৮২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম