রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
জাবির কর্মচারী ইউনিয়ন ও কর্মচারী সমিতির সাধারণ নির্বাচন ১৯
Home Page » আজকের সকল পত্রিকা » জাবির কর্মচারী ইউনিয়ন ও কর্মচারী সমিতির সাধারণ নির্বাচন ১৯বঙ্গ-নিউজঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আজ ২৭ জানুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন ও কর্মচারী সমিতির সাধারণ নির্বাচন (২০১৯-২০২০) সকাল ৮ঘটিকায় শুরু হয়ে একটানা চকবে বিকেল ৩.৩০ পর্যন্ত। আজকের এ নির্বাচন দুটি ভাগে বিভক্ত। একটি কর্মচারী সমিতি আর একটি কর্মচারী ইউনিয়ন। কর্মচারী সমিতির সভাপতি পদে লড়ছেন দুজন মোঃ শহিদুল ইসলাম ও মোঃ মনির ভুইয়া। সাধারণ সম্পাদক পদে লড়ছেন চারজন আবুল কালাম হাওলাদার, আব্দুর রহিম,খাইরুল ইসলাম ও আব্দুল খালেক। কর্মচারী ইউনিয়নের সভাপতি পদে লড়ছেন দুজন মোঃ শরিফ মিয়া ও মোঃ বিপ্লব খান ( টিপু) সাধারণ সম্পাদক পদে লড়ছেন সমশের ও সেন্টুখান প্রমুখ। মূলত কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুলো নিয়েই কাজ করে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন। কর্মচারীদের সুখে দুখে সাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে এরই মধ্যে প্রচার প্রচারণা শেষ করেছেন সকল প্রার্থী। বাংলাদেশের যে কোন নির্বাচনের চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন ও কর্মচারী সমিতির সাধারণ নির্বাচন ব্যাপক অংশগ্রহণ মূলক উৎসবমুখর হয়।
বাংলাদেশ সময়: ১:২২:২৯ ৭১৭ বার পঠিত