শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হল নাটক “ হাঁসুলী বাঁকের উপকথা “
Home Page » প্রথমপাতা » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হল নাটক “ হাঁসুলী বাঁকের উপকথা “
সৌরভ বর্মন, বঙ্গ-নিউজ: ২৪ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রযোজনায় মঞ্চস্থ হল নাটক “ হাঁসুলী বাঁকের উপকথা “। প্রখ্যাত উপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধায়ের “ হাঁসুলী বাঁকের উপকথা “ উপন্যাসের গল্পানুসারে নাটকের মূল গল্প তৈরী করা হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন উক্ত বিভাগের সমকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া। তিনি বলেন প্রান্তিক মানুষের জীবন, সংগ্রামের ইতিহাস আমাদের কাছে নতুন হয়তো নয়, কিন্তু নতুন করে অনুভব করার অনুরণন ইচ্ছা বহুকালের। শুধু শিল্প রসসৃষ্টির উদ্দেশ্যে নয় বরং, জীবনকে আরো সূক্ষ্ম চোখে দেখার প্রত্যাশায়। প্রতি সন্ধ্যায় যে থিয়েটারের জন্ম হয়স সে থিয়েটারে আমরা শিল্প রস অন্বেষণ করি নাকি, জীবন রস এই বহু প্রশ্নের উত্তর খুঁজেছি “হাঁসুলী বাঁকের উপকথার”এই সন্ধ্যায়। নাট্যকথা : কোপাই নদীর বাঁক, মেয়েদের গলার হাঁসুলীর বাঁকের মতো যে বাঁকে নিবিড় নিশ্ছিদ্র বাঁশবনের আধাঁর সূর্যের আলোও দূর করতে পারে না। লৌকিক দেবতা অপদেবতার নির্দেশে চলে কাহারদের সমাজ।কুসংস্কার,লোকবিশ্বাস, প্রথা,রীতি,করণ-কারন কঠিন অনুশাসননে যেখানে নিয়ন্ত্রিত মানুষের সমস্ত আচরণ।বাঁশবাদি গ্রামের এই অন্ধকার থেকে, কাহারদের “বাবার থান” মুক্ত করতে চাওয়া যুবক করালী।কাহারদের ভাগ্য পরিবর্তন করতে চায় যে। প্রথা আকঁরে বাঁচায় বদ্ধপরিকর বনওয়ারী আর প্রথা ভেঙে কাহারদের ভাগ্য পরিবর্তনে উদ্যমী করালী চরিত্রের লড়াই নাট্যের মূল উপজীব্য। পুরোনের বিদায়ে নতুনের আবাহনই যেখানে মূল সুর।
বাংলাদেশ সময়: ১০:১৯:৫৪ ৬৪০ বার পঠিত