শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ পাচ্ছেন: প্রণব মুখার্জি
Home Page » আজকের সকল পত্রিকা » ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ পাচ্ছেন: প্রণব মুখার্জি
বঙ্গ-নিউজঃ ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ পাচ্ছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনিসহ তিনজনকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার।
ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। ভারতরত্নের তালিকায় যুক্ত হলো আরও এক বাঙালির নাম।
প্রণব মুখার্জি ছাড়াও মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজি দেশমুখ।
ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে তিনজনের ভূমিকার কথাই উল্লেখ করেছেন। প্রণব মুখার্জি সম্পর্কে তিনি লিখেছেন, ‘প্রণব দা, আমাদের সময়কার একজন অসাধারণ রাষ্ট্রনেতা। তিনি দশকের পর দশক অক্লান্ত ও নিঃস্বার্থভাবে দেশের সেবা করে গিয়েছেন। দেশের উন্নয়নে উনার বড় ভূমিকা রয়েছে। তার বুদ্ধি ও জ্ঞানের কোনও বিকল্প নেই।’
সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা প্রসঙ্গে মোদি বলেন, তার গান প্রত্যেক প্রজন্মেই সমানভাবে স্বীকৃতি পেয়েছে। তার গানে ছড়িয়েছে সম্প্রীতিও ভ্রাতৃত্বের বার্তা। তিনি ভারতীয় সঙ্গিতে পরিচিতি দিয়েছেন বিশ্বে।
নানাজি দেশমুখ সম্পর্কে মোদি লিখেছেন, গ্রামোন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গ্রামের মানুষের জন্য বিশেষ অবদান রয়েছে তার। তিনি সত্যিই একজন ভারতরত্ন।
তার সময়কালে তিনজনের মৃত্যুদণ্ডের নির্দেশ কার্যকর হয়। ফাঁসি হল আজমল কাসভ, আফজল গুরু ও ইয়াকুব মেমনের। কার্যত এই তিন মৃত্যুদণ্ডে নজির গড়েছিলেন তিনি। এছাড়াও একাধিক অপরাধীর শাস্তি মওকুব করার আবেদন ফিরিয়ে দেন তিনি।
এর আগে বাঙালি হিসেবে ভারতরত্ন পেয়েছিলেন সত্যজিৎ রায়, বিধানচন্দ্র রায় ও অমর্ত্য সেন ও রবিশঙ্কর।
বাংলাদেশ সময়: ২২:১৭:২৬ ৪৬১ বার পঠিত